মহামারি আমি করোনা
- মে ১২, ২০২০
- by
আমি আসব ঝরের গতিতে আর চলে যাব ভাটার গতিতে । সব অপকর্ম বজ্রের মত ধুয়ে চকচকে করে দিব ।
আমি যুগে যুগে শতাব্দীতে দাদার কাজ নিয়ে এসেছি । অভুক্তদের আমার সাথে নিতে ১৯২০ সালে ।
আমি করোনা যাবি আমার সাথে , আমি এসেছি রক্ত-শুসুক দের প্রবিত্ত্র করতে ২০২০ সালে ।
ভয় পাসনে, করোনা ! ভয় পাসনে,করোনা ! ভয় পাসনে, করোনা !
নাম ছাড়া কিছু না , করোনা !
যাদের ফুস্ফুসে নিকটিনের মত ঘোষ এর চায়ের জলিওবাস্প জমে গেছে , তাদের ফুস্ফুস সারাতে আমি করোনা !
ভয় পাস্নে, আমি ঐ রাক্ষসদের গ্রাশ করে ,যাদের কাছে তহবিল মানে নিজের আর জনগন মানে মাতির তৈরি কুমার ছেলের পুতল ,
যার কাজ ঐ ছেলে-মেয়ে করে দেয় ।
ভই পাস নে, আমি তদের মতই দিনের কাজ রাতে আর স্বাভাবিককে অস্বাভাবিক করে স্বাভাবিক রাখি ।
আমি করোনা ! আমি একা ? আমি যা তাই করব । তরা দাকবি তাকাইয়া ।
তদের তো দেখার সভাব আছে , আমাকে বাহবা দিবি না ? আমি তো তদের প্রিয় প্রিওসির অন্তরতা ঝাঁঝরা করছি ।
দিকিসনি কেমন করে তোর দিকে তাকিয়ে আছে , আমি কিছু বলতে দেই নি । কারন তরা দেখতে ভালবাসিস ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন